সন্ধ্যার সাজ
সন্ধ্যার সাজ
একতারাবাঁশিরব্যবহার,বাংলালোকজ,সুরেলা
[Verse]
সাজের বেলায় সন্ধ্যা প্রদীপ
আলো করে ঘর
মাটির টানে মন যে ভাসে
বাজে বাঁশির সুর

[Chorus]
ধূপের গন্ধে ভরে আকাশ
ডাকে মায়ের নাম
সাজের বেলায় সন্ধ্যা প্রদীপ
ভালোবাসার গান

[Verse 2]
পদ্ম পাতায় শিশির কণা
নদীর তীরে চাঁদ
গাছের ছায়ায় বসে ভাবি
স্মৃতির ভরা বাঁধ

[Chorus]
ধূপের গন্ধে ভরে আকাশ
ডাকে মায়ের নাম
সাজের বেলায় সন্ধ্যা প্রদীপ
ভালোবাসার গান

[Bridge]
আঁধার ভেঙে জ্বলে প্রদীপ
জোনাক জ্বলে রাত
মন যে খোঁজে চেনা পথ
মাটির মধুর স্বাদ

[Chorus]
ধূপের গন্ধে ভরে আকাশ
ডাকে মায়ের নাম
সাজের বেলায় সন্ধ্যা প্রদীপ
ভালোবাসার গান