
ভালোবাসার ছন্দ
bengaliballad,poetictexture,softacoustic
[Verse] ভালোবাসা জানে না সময় না জানে দিন না জানে রাত অজানা পথে আসে নিঃশব্দে মনের গভীরে ফেলে ছাপ [Chorus] না বয়স জানে না দিন দেখে ভালোবাসা থামে না কোনো মেঘে হৃদয়ের গভীরে অম্লান ছবি সে শুধু দেয় নেবে না কিছুই [Verse 2] চোখের ভাষায় কথা বলে নীরবতায় বাজে এক ব্যথা শব্দহীন ধাপে আসে কাছে অজান্তে রেখে যায় তার প্রথা [Bridge] যেখানে হাত ছুঁতে পারে না মন সেখানে উড়তে থাকে চিরকাল বাঁচে সেই ব্যথা যা ভালোবাসা দিয়ে আঁকে [Chorus] না বয়স জানে না দিন দেখে ভালোবাসা থামে না কোনো মেঘে হৃদয়ের গভীরে অম্লান ছবি সে শুধু দেয় নেবে না কিছুই