
দুরের আলো
dreamypiano
--- “দূরের আলো” --- তুমি আছো কাছে, তবু নেই পাশে মনের জানালায় শুধু তোমারই ছবি আঁকি হাজার কথা জমে আছে বুকের ভেতরে কিন্তু বলার ভাষা পাই না কখনোই দূরের আলো তুমি, আমার নিশির তারা কত দূরে থাকো তুমি, তবু মন তোমারই ধারা অপেক্ষার প্রহর গুনি, স্বপ্নে তোমায় ধরি হয়তো একদিন হবে দেখা, হবে আমাদেরই ঘর তুমি কি বোঝো আমার এই নিঃশব্দ কষ্ট? তুমি কি জানো এই একতরফা ভালোবাসা? প্রতিটি প্রার্থনায় শুধু তুমি থাকো যেন ভাগ্যও মিলে দেয় দু’জনার ঠিকানা দূরের আলো তুমি, আমার নিশির তারা কত দূরে থাকো তুমি, তবু মন তোমারই ধারা অপেক্ষার প্রহর গুনি, স্বপ্নে তোমায় ধরি হয়তো একদিন হবে দেখা, হবে আমাদেরই ঘর যদি তুমি যাও দূরে, আমার প্রার্থনা থাক আল্লাহ যেন রাখে তোমায়, শান্তির ছায়ায় ঢাক তুমি যদি ফিরো একদিন, আমি থাকবো এই ঠিকানায় হাত বাড়িয়ে ডাকবো তোমায়, মনের গোপন বাগানায় দূরের আলো তুমি, আমার নিশির তারা কত দূরে থাকো তুমি, তবু মন তোমারই ধারা অপেক্ষার প্রহর গুনি, স্বপ্নে তোমায় ধরি হয়তো একদিন হবে দেখা, হবে আমাদেরই ঘর ---