
সব হারিয়েছি, তবু বেঁচে আছি
poprap
আমি সব হারিয়েছি জীবনের পথে স্বপ্নগুলো হারাল রঙ, হারাল কথা যাদের বিশ্বাস করেছিলাম প্রাণ ভরে তারাই রেখে গেছে শূন্যতা ঘরে Pre-Chorus হৃদয় দিয়েছি, আত্মা দিয়েছি ভাঙা প্রতিশ্রুতি শুধু বুকে নিয়েছি Chorus আমি সব হারিয়েছি, তবু শ্বাস নিই নিজের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছি প্রতিটা অশ্রু বলে নীরব সত্য আমি সব হারিয়েছি, তবু বেঁচে আছি Verse 2 আয়নায় দেখি এক অচেনা মুখ চোখের গভীরে জমে আছে দুঃখ আকাশের দিকে চিৎকার করলাম নীরবতা ছাড়া কিছুই পেলাম না Pre-Chorus এক সময় আশা ছিল আগুনের মতো এখন সে শুধু ক্ষীণ আলো যতটুকু Chorus আমি সব হারিয়েছি, তবু শ্বাস নিই অন্ধকার ভেদ করে সামনে যাই যদি এটাই শেষ, বা নতুন শুরু আমি সব হারিয়েছি, তবু অটুট আমি তবু Bridge হয়তো আগামীকাল ডাকবে আমায় হয়তো বৃষ্টি ধুয়ে দেবে সব ব্যথায় পড়ে গেলে আবার উঠব দাঁড়িয়ে ভেঙেছি অনেক, হার মানিনি তবু আজও আমি Final Chorus আমি সব হারিয়েছি, শোন আমার গান চোখের জলে লেখা আমার পরিচয় ধ্বংসের ভেতর শিখেছি টিকে থাকতে আমি সব হারিয়েছি… তবু বেঁচে আছি
