সুন্দর সন্ধ্যায় এই গান দিলাম উপহার
সুন্দর সন্ধ্যায় এই গান দিলাম উপহার
uptempo,cheerful,pop,upbeatwithsparklingsynthsandabreezybeat
[Verse]
চাঁদের আলোয় ভেজা আকাশ
তারা ঝরে পড়ছে হঠাৎ
আমার মনে বাজে গান
যেন স্বপ্নে ডুবে আছে প্রাণ

[Chorus]
সুন্দর সন্ধ্যায়
এই গান দিলাম উপহার
তোমার হাসির মাঝে
থাকুক এ গান বারবার

[Verse 2]
হাওয়ার সাথে কথা বলি
তোমার নামে ভাসাই ঢুলি
পাখির সুরে বাজুক মনে
তুমি আছো আমার গানে

[Prechorus]
তোমার চোখের গল্প
বলে রাতের তারা
আমার হৃদয় ছোঁয়া

[Chorus]
সুন্দর সন্ধ্যায়
এই গান দিলাম উপহার
তোমার হাসির মাঝে
থাকুক এ গান বারবার

[Bridge]
আকাশে ভাসছে রঙিন রঙ
তোমার নামেই বাজুক ঢং
স্বপ্নের পথে হাঁটি দু’জনে
এই গান থাকুক হৃদয়জুড়ে