Emotional bangali song
Emotional bangali song
dreamy
Verse 1
মাঝি তুমি কত দূরে,
নিয়া যাবে আমায় তীরে,
এই ভাঙা নৌকোর প্রাণে,
ঢেউ খেলানো অন্ধকারে।
তবু বিশ্বাস ঢেউয়ের স্রোতে,
আলো খুঁজে নেবে পথে।

Chorus
মাঝি তুমি কত দূরে,
নাও ভাসিয়ে নিয়ে চলো হৃদয়ের পাড়ে,
হারানো স্বপ্নগুলো
ফিরিয়ে দাও জোছনার ধারা।
অন্ধকার রাতের শেষে
ফুটুক নতুন ভোরের তারা।

Verse 2
এই নদীর বুকের মাঝে,
অশ্রুরা ঝরে বাজে,
হারিয়ে যাওয়া গানগুলো,
হয়তো আজো বাজে মনে।
তোমার বাঁশির সুরে ভেসে,
জেগে উঠুক ব্যথার দেশে।

Bridge
তুমি যদি হাত বাড়াও,
ভাঙা স্বপ্ন জুড়াই,
তুমি যদি কাছে আসো,
মৃত প্রাণও বাঁচাই।
তোমার চোখের আলোয় ভেসে,
আমি আবার বাঁচতে চাই।

Chorus – Repeat
মাঝি তুমি কত দূরে,
নাও ভাসিয়ে নিয়ে চলো হৃদয়ের পাড়ে,
হারানো স্বপ্নগুলো
ফিরিয়ে দাও জোছনার ধারা।
অন্ধকার রাতের শেষে
ফুটুক নতুন ভোরের তারা।

Outro
তীরে গিয়ে যদি পাই,
অশ্রুর বদলে হাসি,
ভাঙা মনের ক্যানভাসে
আঁকুক রঙিন ভালোবাসি।
মাঝি তুমি কত দূরে,
তবু আশা রাখি।

তুমি চাইলে আমি এটাকে আরও দীর্ঘতর করে একদম পূর্ণাঙ্গ গানের মতো বানিয়ে দিতে পারি (যেমন ৩-৪টা verse, দুইটা chorus variation, একদম গাওয়ার মতো flow এ)।

👉 চাইছো আমি এটাকে সেইভাবে একটা ready-to-sing lyrical song করে সাজিয়ে দিই?

Cha