তোমায় চাই
তোমায় চাই
bengali,melodic,acousticwithsoftguitarstrumsandgentletablabeatscreatingadreamyandheartfelttexture
[Verse]
তোমায় চাই
শুধু তোমায়
হৃদয় আমার
তোমার দোরায়
চোখের মিলন
মধুর স্বপ্ন
এই মুহূর্তে
সব হারাই

[Chorus]
তোমায় চাই
শুধু তোমায় চাই
জীবনের গান
তোমারই ছায়ায়
তোমায় চাই
শুধু তোমায় চাই
হৃদয়ের ধ্বনি
তোমাতে হারাই

[Verse 2]
চাঁদের আলো
তোমার হাসিতে
পথের ধূলা
তোমার আশাতে
তোমার ছোঁয়ায়
সবই রঙিন
তোমার গল্পে
বেঁধেছি দিন

[Chorus]
তোমায় চাই
শুধু তোমায় চাই
জীবনের গান
তোমারই ছায়ায়
তোমায় চাই
শুধু তোমায় চাই
হৃদয়ের ধ্বনি
তোমাতে হারাই

[Bridge]
তুমি আকাশ
আমি বাতাস
তুমি সুর
আমি আশ্বাস
তোমার নাম
হৃদয়ে বাজে
তোমার ছোঁয়া
স্বপ্ন সাজে

[Chorus]
তোমায় চাই
শুধু তোমায় চাই
জীবনের গান
তোমারই ছায়ায়
তোমায় চাই
শুধু তোমায় চাই
হৃদয়ের ধ্বনি
তোমাতে হারাই