Sumon
Sumon
BollywoodstyleAwesomesong
নরসিংদীর খালপাড়ে থাকে, সুমন নামে এক জন,
পাপন নিয়ে স্টেশনে গিয়ে, ধরে তিতাস ট্রেন তখন।
স্টেশন থেকে স্টেশনে ঘুরে, ট্রেনের মাঝে হকারী,
পানির বোতল, চানাচুর ও সুমন করে পাপন বিক্রি ।
দিনের শেষে হাসি মুখে, নরসিংদী ফেরে,
বিক্রির টাকা গুণে দেখে, মনটা ভালো করে।
বাড়ি ফিরে বালুর মাঠে, বন্ধু মিলে দুজন,
গাঁজার ধোঁয়ায় ঢেকে থাকে, মনের সুখের ভুবন।
প্রতিদিন তার একই পথে, রোজগার এক গতি,
খেটে খাওয়া জীবন তার, তবু নেই ক্ষতি।